মামলার নথি গায়েব, কর্মচারীকে পুলিশে দিলেন বিচারক

মামলার নথি গায়েব করার অভিযোগে রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-১ এর এক কর্মচারীকে পুলিশের দিয়েছে বিচারক।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2017, 12:26 PM
Updated : 7 March 2017, 12:26 PM

আটক আরিফ আহম্মেদ রকি (৩৫) নগরীর রাজপাড়ার প্রয়াত হাফিজুর রহমানের ছেলে। তিনি আদালতের অফিস সহায়ক ছিলেন।

রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ জানান, মঙ্গলবার দুপুরে ওই আদালতের বিচারক শরিফুল ইসলাম তাকে পুলিশে দেন।

তিনি বলেন, “চেক জালিয়াতির একটি মামলার নথি তিন মাস আগে গায়েব করে ছিল আরিফ। এ কারণে বরখাস্তও করা হয়েছিল। এরপর আরিফ নথি ফেরত দেবে বলে টালবাহনা করছিল। মঙ্গলবার দুপুরে নথি ফেরত দিতে না পারায় তাকে পুলিশ দেন বিচারক শফিকুল।”

তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান ওসি আমান উল্লাহ।