পাবনা ও কুমিলায় আ. লীগ প্রার্থী বিজয়ী

পাবনার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল কাদের রোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2017, 04:16 PM
Updated : 6 March 2017, 04:37 PM

সোমবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

রোকন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

রিটার্নিং কর্মকর্তা জানান, আওয়ামী লীগের আব্দুল কাদের রোকন ৮৬ হাজার ৪৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু পাঁচ হাজার ৮৬৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।।

এছাড়া ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মাহমুদা বেগম ২৩ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জান্নাতুন ফেরদৌস রুনু (স্বতন্ত্র) পেয়েছেন এক হাজার ৮০০ ভোট।

কুমিল্লা আদর্শ সদর

কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের  আমিনুল ইসলাম টুটুল বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

টুটুল ৪৬ হাজার ৯৯ ভোট এবং তার নিতকতম প্রতিদ্বন্দ্বী  বিএনপির রেজাউল কাইয়ূম পেয়েছেন ১৯ হাজার ৩ ৫৩ ভোট   রিটার্নিং কর্মকর্তা সোমবার রাতে জানিয়েছেন।

এই উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. আবদুর রউফ গত বছরের ফেব্রুয়ারিতে মারা যাওয়ায় পদটি শূন্য হয়।