হত্যা চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতার কারাদণ্ড

রাজশাহী বাগমারার পল্লীবিদ্যুৎ কর্মকর্তাকে হত্যা চেষ্টার মামলায় এক ছাত্রলীগ নেতাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2017, 04:05 PM
Updated : 6 March 2017, 04:05 PM

সোমবার বিকালে রাজশাহীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১ এর বিচারক মোছা. শাহনাজ পারভীন এ রায় দেন বলে বাদী পক্ষের আইনজীবী এজাজুল হক জানান।

একইসঙ্গে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত নাহিদ হোসেন (২৮) উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়ার রফাতুল্লাহর ছেলে। তিনি পৌরসভা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

গত ১০ অগাস্ট ওই ঘটনার পর সভাপতির পদ থেকে নাহিদকে বহিষ্কার করা হয়।

মামলার বরাত দিয়ে আইনজীবী এজাজুল হক বলেন, গত ১০ অগাস্ট সন্ধ্যায় নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর বাগমারা জোনাল অফিসের ডিজিএম (ডেপুটি জেনারেল ম্যানেজার) ফসিউল হক জাহাঙ্গীর সাইট পরিদর্শন শেষে অফিসে ফিরছিলেন।

“এ সময় ভবানীগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিসের পশ্চিম পাশে রাস্তায় ওই বিদ্যুৎ কর্মকর্তার উপর হামলা চালিয়ে রড ও ধারালো অস্ত্র দিয়ে জখম করেন নাহিদ।”

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনায় জাহাঙ্গীর বাদী হয়ে নাহিদের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন। তদন্ত শেষে নাহিদকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।