বাসে পেট্রোল বোমা: খালেদাসহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমায় আটজন নিহতের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2017, 01:12 PM
Updated : 6 March 2017, 01:12 PM

সোমবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইব্রাহিম কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৫ নম্বর আমলী আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন বলে পিপি মোস্তাফিজুর রহমান লিটন জানান।

অভিযোগপত্রে খালেদা ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এবং জামায়াতের সাবেক সংসদ সংসদ সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ ৭৮ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

বিএনপির ডাকা অবরোধ চলাকালে ২০১৫ এর ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৪০৮০) একটি বাসে পেট্রোল বোমা হামলা হয়। এতে বাসটিতে আগুন ধরে আটজন দগ্ধ হয়ে মারা যায়।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন।