কুষ্টিয়ায় ট্রাক চালক হত্যায় হেলপারের যাবজ্জীবন

কুষ্টিয়ায় এক ট্রাক চালককে হত্যা মামলায় তার সহকারী এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2017, 10:31 AM
Updated : 6 March 2017, 10:32 AM

সোমবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত কবির হোসেন (২০) ঝিনাইদহের শৈলকুপার বড়দা গ্রামের ইজাল উদ্দিনের ছেলে।

এইসঙ্গে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৩ সালের ১৬ জুন তারিখে ট্রাক চালক শ্যামল কুমার রায়কে হত্যা করে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১০ মাইল এলাকায় ট্রাকের মধ্যে ফেলে রেখে যায় কবির। এ ঘটনায় ট্রাক মালিক আবেদ আলী বাদী হয়ে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, আদালতে আসামির দোষ সন্দেহাতীতভাবে হওয়ায় মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ করলেও বয়স বিবেচনায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।