‘কেন্দ্রে আইন-শৃঙ্খলা খুব ভালো’, তবে ভোটার নেই

আইন-শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির মধ্য দিয়ে নাটোরে চলছে বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2017, 06:58 AM
Updated : 6 March 2017, 06:58 AM

সকাল ১০টায় উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বুথগুলোয় ভোটার আসছে অনেকক্ষণ পরপর দুই-একজন। কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা গল্প করে অলস সময় পার করছেন।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আকরাম হোসেন জানান, ৬ নম্বর বুথের মোট ভোটার ৫০১ জন, ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২৮টি। ৪ নম্বর বুথের ভোটার ৩৮০, ভোট পড়েছে ২২টি। ৫ নম্বর বুথের ভোটার ৪৬৫, ভোট পড়েছে ২৮টি।

আইন-শৃংক্ষলা পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করলে এসআই সাহেদ আলী বলেন, কেন্দ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো। এখানে কেন্দ্রে আসতে কাউকে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া যায়নি।

তবে বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান অভিযোগ করেছেন, “মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী মোল্লা বিএনপির ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করছেন। ইসহাক ভোটারদের বলছেন, তাদের ভোট হয়ে গেছে।”

ইসহাক এ অভিযোগ করেছেন। তিনি বলছেন, “এটা অপপ্রচার মাত্র।”

ভোট কম পড়ার কারণ সম্পর্কে ধানের শীষের এজেন্ট রাসু আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপনির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ এমনিতেই কম।

“তাছাড়া রাতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে ভোট দিতে আসছেন না।”

আর প্রিজাইডিং কর্মকর্তা আকরাম হোসেন বলছেন, “বেলা বাড়লে ভোটার বাড়বে বলে মনে করছি।”