হরিণের গুঁতোয় কিপার হাসপাতালে

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হরিণের গুঁতোয় এক কিপার দুই হাত ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2017, 07:34 AM
Updated : 4 March 2017, 07:49 AM

কদিন আগে মোটরসাইকেলে হামলা করেছিল এই পুরুষ শাম্বারটি।

পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. শাহাবুদ্দিন জানান, আহত ওই কিপারকে ঢাকায় জাতীয় অর্থপেডিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কদিন আগে খাবার দেওয়ার জন্য হরিণের গেইট খুলছিলেন কিপার রোকন-উজ-জামান।

“কিছু বুঝে ওঠার আগেই এক পুরুষ শাম্বার ক্ষিপ্রগতিতে গিয়ে আক্রমণ করে। তার শিংয়ের আঘাতে রোকনের এক হাতের রেডিও-আলনা নামের হাড় এবং অন্য হাতের কব্জি ভেঙে গেছে।”

কয়েক দফা অস্ত্রোপচার হলেও পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে বলে চিকিৎসকদের বরাতে জানান তত্ত্বাবধায়ক মো. শাহাবুদ্দিন।

তিনি বলেন, শাম্বার এমনিতেই একটু হিংস্র প্রকৃতির হয়। আর প্রজনন মৌসুমে এরা আক্রমণাত্মক হয়ে ওঠে।

“সম্প্রতি মোটরসাইকেল রেখে এক সাংবাদিক ছবি তুলতে গেলে তাকেও ধাওয়া করে এই হরিণটি। পরে তাকে নাগালে না পেয়ে মোটরসাইকেলে হামলা চালায়।”

এই পার্কে দুটি মর্দসহ চারটি শাম্বার রয়েছে বলে তিনি জানান।