আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিটই উৎপাদনে ফিরেছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডে বন্ধ হয়ে যাওয়া তিনটি ইউনিটই পুনরায় উৎপাদনে ফিরেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2017, 05:37 PM
Updated : 3 March 2017, 05:37 PM

শুক্রবার রাতে তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএসএম সাজ্জাদুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, রাত ১০টার দিকে ১৫০ মেগাওয়াটের ইউনিটটির এবং বিকাল সাড়ে ৪টার দিকে ৫০ মেগাওয়াটের টিএসকে ইউনিট ও ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টে উৎপাদন শুরু করে।

শুক্রবার সকাল ৭টার দিকে আগুন লেগে কেন্দ্রটির ৫০ মেগাওয়াটের টিএসকে ইউনিট, ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ও ১৫০ মেগাওয়াটের একটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়।