সাংবাদিক শিমুল হত্যায় আরেক আসামি গ্রেপ্তার

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় আরেক আসমিকে পাবনার ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিপাবনা ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2017, 01:08 PM
Updated : 3 March 2017, 01:19 PM

গ্রেপ্তার দুলাল হোসেন (৪০) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বারাবিল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

ফরিদপুর থানার ওসি শরিফুল আলম বলেন, দুলালকে গোপন সংবাদে শুক্রবার ফরিদপুর উপজেলার মৃধাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই মিন্টু ও পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করেন। এ সময় মেয়রের পক্ষে দুটি শটগান থেকে গুলি ছোড়ার খবর আসে গণমাধ্যমে।

সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। শিমুল হত্যায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়রসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন।

শাহজাদপুর থানার পরির্দশক মনিরুল ইসলাম বলেন, দুলালকে শুক্রবার সকালে পাবনার ফরিদপুর থেকে গ্রেপ্তার করে শাহজাদপুরে আনা হয়েছে।

দুলাল সাংবাদিক শিমুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে শনিবার আদালতে তোলা হতে পারে বলে জানান তিনি।

এ নিয়ে শিমুল হত্যায় শাহজাদপুর পৌর মেয়র মিরু ও তার দুই ভাইসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।