টঙ্গীতে অস্ত্রসহ ৬ ‘ডাকাত’ গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে একটি বাসে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ছয় ‘ডাকাতকে’ আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2017, 07:16 AM
Updated : 3 March 2017, 07:16 AM

টঙ্গী থানার ওসি মো.ফিরোজ তালুকদার জানান, শুক্রবার ভোর ৪টার দিকে গাজীপুরা বাঁশপট্টি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

আটকরা হলো হবিগঞ্জের মোহসীন (২৫), আলামিন (২৫), পিরোজপুরের আলামিন (২২), লক্ষ্মীপুরের সিরাজুল ইসলাম (২৫), নোয়াখালীর রাজু (২৫), ও পটুয়াখালীর স্বপন (২০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি ফিরোজ জানান, গাজীপুর থেকে ঢাকাগামী সুপ্রভাত পরিবহনের একটি বাসে ছয় ‘ডাকাত’ যাত্রীদের জিম্মি করে ডাকাতির চেষ্টা করছিল।

“খবর পেয়ে টহল পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ছয় রাউন্ড গুলিভর্তি একটি রিভলবারসহ তাদের আটক করে।”

আটকরা যাত্রীবেশে বিভিন্ন সড়কে বাসে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ওসি জানান, ডাকাতদের হামলায় টঙ্গী থানার কনস্টেবল বিল্লাল, শাহীন, শহিদুল ইসলাম ও লিয়াকত আহত হন। তাদের টঙ্গী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।