ফেনীতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়েছে

ফেনী সদরে এক এসএসসি পরীক্ষার্থীকে কোপানোর অভিযোগ উঠেছে আরেকটি স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিরুদ্ধে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2017, 03:11 PM
Updated : 2 March 2017, 03:11 PM

বৃহস্পতিবার বিকালে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে বলে ফেনী মডেল থানার ওসি মো. রাশেদ খাঁন চৌধুরী জানান।

আহত শহিদুল ইসলাম চৌধুরী যোবায়ের (১৭) ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের ইমাম উদ্দিনের ছেলে। চলতি বছর ফেনী জেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সে।

তাকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক (ইএমও) শহীদ উল্যাহ বলেন, তার শরীরে একাধিক কোপের আঘাত রয়েছে; ডান হাতের অনেকখানি মাংস পড়ে গেছে।

তাছাড়া ডান হাতের আঙুল, কবজি ও পিঠে গুরুতর আঘাত রয়েছে বলে জানান তিনি।

যোবায়ের বলেন, বৃহস্পতিবার শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাসায় ফিরে খাওয়ার পর বিকালে ঘুরতে বের হয়।

“এসময় শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় শাহীন একাডেমী স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মেহেদী, আশিক কামরুলসহ ৩৫/৪০ তার উপর হামলা চালিয়ে চাপাতি, ধামা ও কিরিজ দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।”

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপতালে ভর্তি করে।

যোবায়েরের মামা আরিফুল ইসলাম বলেন, তার ভাগ্নের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। যোবায়েরর অন্য এক বন্ধুর সঙ্গে হামলাকারীদের বিরোধ ছিল।

“ওই ঘটনার জেরে তার ভাগ্নেকে কুপিয়েছে।”

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।