সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে ‘বনদস্যু’ নিহত

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর এক ‘বনদস্যুর’ গুলিবিদ্ধ লাশ ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2017, 06:44 AM
Updated : 2 March 2017, 06:59 AM

র‌্যার-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান জানান, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সুখপাড়ার চর এলাকায় বৃহস্পতিবার সকালে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতের নাম বিল্লাল মীর ওরফে কানা বিল্লাল বলে জানালেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

মেজর আদনান বলেন, সুন্দরবনের দস্যু দমনের নিয়মিত অভিযান চালাতে র‌্যাবের একটি দল সেখানে যায়।

“এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।”

প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে র‌্যাব সদস্যরা একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

পরে সেখান থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৭৭টি গুলি উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

আদনান বলেন,“স্থানীয় জেলেরা ঘটনাস্থলে গিয়ে বিল্লালকে শামসু বাহিনীর সদস্য বলে সনাক্ত করেছে।”

শামসু ও তার দলের লোকজন সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বিভিন্ন এলাকায় জেলে, বাওয়ালী ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে জানান তিনি।

নিহতের লাশ শরণখোলা থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গত সাত ফেব্রুয়ারি সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সুন্দরবন শেলা নদীর মৃগমারী শাখা খাল এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু শামসু বাহিনীর প্রধান শামসু ওরফে কোপা শামসু নিহত হন।