বগুড়ায় কথিত বন্দুকযুদ্ধে ‘জেএমবি নেতা’ নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘জেএমবির সামরিক শাখার উত্তরাঞ্চলীয় কমান্ডারের’ মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2017, 04:08 AM
Updated : 2 March 2017, 04:20 AM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বুধবার রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম রনি ওরফে আলামিন (২৩) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বুজরুক রাজারামপুর গ্রামের দুরুল হকের ছেলে।

পুলিশ কর্মকর্তা সনাতন বলেন, রাতে পুলিশের কাছে খবর আসে, জামনগর এলাকার একটি বাড়িতে কয়েকজন জেএমবি সদস্য বৈঠক করছেন। পুলিশ অভিযানে গেলে জেএমবি সদস্যরা গুলি চালায়।

“আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা গুলি করলে রনি আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

রনি জেএমবির সামরিক শাখার উত্তরাঞ্চলীয় কমান্ডার বলে তিনি জানান।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বলেও তিনি জানান।