বিএনপি নির্বাচনে অংশ ‍নিবে: সিইসি

নতুন নির্বাচন কমিশন কাজের মাধ্যমে সকলের আস্থা অর্জন করতে পারবে এবং বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2017, 03:55 PM
Updated : 1 March 2017, 04:05 PM

বুধবার পটুয়াখালীর বাউফলের নওমালা এলাকায় নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি একথা বলেন।

“নিরপেক্ষভাবে কাজ করে রাজনৈতিক দল ও দেশবাসীর আস্থা অর্জন করাই আমাদের বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ গ্রহণ করেই আমরা কাজ করে যাচ্ছি।”

নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে যাবতীয় আইন-কানুন এবং সংবিধান মেনেই কমিশন কাজ করছে বলে দাবি করেন তিনি।

নতুন নির্বাচন কমিশন কাজের মাধ্যমে সকলের আস্থা অর্জন করতে পারবে বলে আশা করে তিনি বলেন, “আমাদের প্রতি তারা সর্মথন জানাবে, বিএনপিও নির্বাচনে অংশ ‍নিবে।”

দুই দিনের সফলে মঙ্গলবার পটুয়াখালী আসেন নূরুল হুদা। ওইদিন দুপুরে গলাচিপা পৌরসভা ও রাঙ্গাবালী উপজেলা পরিষদের উপ-নির্বাচন নিয়ে প্রশাসন ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।  

বুধবার বাবা-মায়ের কবর জিয়ারত শেষে বিকালে ঢাকার উদ্দেশে বাউফল ত্যাগ করেন তিনি।