নকল সোনার মূর্তিসহ জয়পুরহাটে ৪ প্রতারক আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে নকল সোনার মূর্তিসহ চারজনকে আটক করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2017, 01:18 PM
Updated : 1 March 2017, 01:52 PM

বুধবার বিকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম।

আটককৃতরা হলেন উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতালীবাগ গ্রামের গোলাম মোস্তফার ছেলে সুলতান হোসেন (২৫), পারুইল উচাপাড়া গ্রামের মৃত তাজেম উদ্দিনের ছেলে ভণ্ড কবিরাজ হারুনুর রশিদ (৬০), বড় মানিক গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী নুরুজাহান (৪৮) ও পাঁচবিবি পৌর শহরের স্টেশন রোড হক জুয়েলার্সের আলাউল হক (৪৫)।

ওসি আশরাফুল বলেন, উপজেলার সারারপাড়া গ্রামের আব্দুল মান্নানসহ কয়েকজন থানায় এসে অভিযোগ করেন যে, নকল সোনার মূর্তি ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্র এলাকার অনেককে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

“প্রতারিতদের এমন অভিযোগের ভিত্তিতে, পুলিশ প্রথমে সুলতান হোসেনকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ভণ্ড কবিরাজ হারুনুর রশিদ, নুরুজাহান ও আলাউল হককে আটক করে।”

এ সময় তাদের কাছ থেকে একটি নকল সোনার মূর্তিও উদ্ধার করা হয় বলে জানান তিনি।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা প্রতারণার মাধ্যমে দীর্ঘ দিন ধরে নিরীহদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে।