মিরপুরে চুরি হওয়া শিশু নারায়ণগঞ্জে উদ্ধার

রাজধানীর মিরপুর থেকে চুরি হওয়ার ১০ দিন পর এক শিশুকে নারায়গঞ্জে উদ্ধার করেছে র‌্যাব।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2017, 12:46 PM
Updated : 2 March 2017, 01:08 PM

বুধবার দুপুরে র‌্যাব-১১ এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফ্রিংয়ে এ তথ্য জানান।

শিশুটিকে বিক্রয় করার অভিযোগে মিনারা ওরফে তানিয়া (৪০) এবং কেনার অভিযোগে মাসুম (৩০) ও মৌসুমীকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার নগরীর দেওভোগ পানির ট্যাঙ্কি এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে র‌্যাব।

র‌্যাবের ব্রিফিংয়ে মাসহ শিশুটিকে এবং পরে গ্রেপ্তার তিন জনকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়।

কামরুল হাসান বলেন, গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকার শাহ আলী থানা এলাকার বাসিন্দা সেতু বেগম তার আট মাস বয়সী মেয়ে নিখোঁজের ঘটনায় জিডি করেন। র‌্যাব তদন্তে অপরাধীদের অবস্থান নারায়ণগঞ্জ বলে নিশ্চিত হয়।

“শিশুটিকে উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করে র‌্যাব। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বন্দর উপজেলার ফরাজীকান্দা এবং ফতুল্লা থানা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং ক্রয় ও বিক্রয়ে জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়।

“শিশুটিকে চুরি ও বিক্রির সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।”