ঝালকাঠির মেয়রপুত্র লিটন রিমান্ডে

ঝালকাঠি পৌর মেয়রের ছেলে আমিনুল ইসলাম লিটনকে অস্ত্র আইনে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2017, 12:33 PM
Updated : 1 March 2017, 12:45 PM

বুধবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুবাইয়া আমিনা রিমান্ডের এ আদেশ দেন।

‘গুলি’ করে হত্যা চেষ্টার অভিযোগে মঙ্গলবার বিকালে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার তার ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদারকে পুলিশ দেন। এ সময় পুলিশ একটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করে। 

ঝালকাঠি সদর থানার এএসআই  কায়সার আহম্মেদ মঙ্গলবার রাতে মেয়রপুত্র লিটন তালুকদারের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

সদর থানার এএসআই  ফারুক হোসেন জানান, অস্ত্র আইনে করা ওই মামলায় লিটন আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে একদিনে রিমান্ড মঞ্জুর করেন।