ঝালকাঠিতে ডাকাতি ও ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন

ঝালকাঠিতে দুই বছর আগে ডাকাতি ও ধর্ষণ মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2017, 10:00 AM
Updated : 1 March 2017, 10:58 AM

ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ বুধবার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিণ মালিপুর গ্রামের আশ্রফ আলীর ছেলে মো. রুবেল ওরফে খাটো রুবেল (৩৩) এবং একই উপজেলার সূর্যপাশা গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে রায়হান হাওলাদার (৩৫)।

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক প্রত্যেক আসামিকে এক লক্ষ টাকা অর্থদণ্ডও দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান কামাল জানান।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।   

মামলার বরাত দিয়ে পিপি জানান, আসামিরা ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর সূর্যপাশা গ্রামের এক বাড়িতে ডাকাতির পর গৃহকর্তার মেয়েকে ধর্ষণ করে। ঘটনার দুদিন পর ৬ সেপ্টেম্বর মেয়েটির বাবা ডাকাতি ও ধর্ষণের অভিযোগে আট জনের নাম উল্লেখ করে নলছিটি থানায় মামলা দায়ের করেন।

ওই বছরের ২৮ ডিসেম্বর পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে বলে জানান তিনি।

অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক রুবেল ও রায়হানকে নারী ও শিশু নির্য়াতন দমন আইনের ৯ (৩) ধারায়  এবং দণ্ডবিধির ৩৯৭ ধারায় সাজা দেন বলে জানান তিনি।