ঝিনাইদহে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন করেছে  ঝিনাইদহ পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2017, 09:20 AM
Updated : 1 March 2017, 09:20 AM

বুধবার সকালে ঝিনাইদহ পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে পুলিশ লাইন্স অডিটরিয়ামে হয় আলোচনা সভা।

শুরুতেই দেশের বিভিন্ন এলাকায় কর্মরত অবস্থায় নিহত ঝিনাইদহের কনস্টেবল মেহেদি হাসান, কৃষ্ণকুমার ঘোষ, এসআই মুন্সী মশিউর রহমান, এসআই বিকাশ কুমার ঘোষ, নায়েক নজরুল ইসলামের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কানিজ হোসেন জাহানের পরিচালনায় বক্তব্য দেন নিহত নজরুল ইসলামের স্ত্রী নাজমান বেগম, এসআই বিকাশ ঘোষের ভাই সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকারসহ অন্যরা।

মেয়র সাইদুল করিম মিন্টু নিহত পুলিশ সদস্যদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার করে টাকা প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার ফারজিনা নাসরিন, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মীর নাসির উদ্দিন, বাসমালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু অনুষ্ঠানে ছিলেন।