ঝালকাঠির মেয়রকে ‘গুলি’, ছেলে আটক

‘গুলি করে’ হত্যা চেষ্টার অভিযোগে ছেলেকে পুলিশে দিয়েছেন ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2017, 03:59 PM
Updated : 28 Feb 2017, 04:04 PM

ঝালকাঠি সদর থানার পরিদর্শক মাহে আলম জানান, মঙ্গলবার শহরের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন সড়কের বাড়ি থেকে মেয়রের ছেলে আমিনুল ইসলাম লিটনকে আটক করা হয়।

লিয়াকত আলী তালুকদার পৌর আওয়ামী লীগের সভাপতি। ছেলে লিটন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

পরিদর্শক মাহে আলম বলেন, “বিকালে মাতাল অবস্থায় লিটন তার বাবা সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং মারতে উদ্যত হন। এক পর্যায় বাবার দিকে বেশ কয়েকটি গুলি ছোড়েন লিটন। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় মেয়র লিয়াকত আহত হন নি।”

পরে মেয়রের দেওয়া খবরে একটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ ছেলে লিটনকে আটক করা হয় বলে জানান তিনি।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিদর্শক মাহে আলম।

মেয়র লিয়াকত আলী তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা-ছেলের মধ্যে একটু বাকবিতণ্ডা হয়েছে। ঘটনা যাই হোক আমি সম্পূর্ণ সুস্থ আছি।”