ফল বিক্রেতা-পুলিশ সংঘর্ষ: মনপুরার চেয়ারম্যান গ্রেপ্তার

ভোলায় ফল বিক্রেতাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2017, 01:38 PM
Updated : 28 Feb 2017, 04:20 PM

এরা হলেন, চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার ও তার ভাই ফরহাদ হাওলাদার।

মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয় বলে ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন জানান।

মনপুরার এ চেয়ারম্যানের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের প্রায় চার হাজার একর ভূমি দখলের অভিযোগ করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের এক নেতা সোমবার ঢাকা সংবাদ সম্মেলন করেছিলেন।

গত ২২ ফেব্রুয়ারি ভোলার মনপুরায় রাস্তার ওপর থেকে অবৈধ দোকানপাট সরানোর সময় ফল বিক্রেতাদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩১ জন আহত হন। ঘটনায় ‍দিন বিকালে মনপুরা থানা পুলিশ অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা করে।

এসপি মোকতার বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে এসআই হাবিব হাওলাদারের করা মামলায় মনপুরার চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার ও তার ভাই ফরহাদ হাওলাদার প্রথৃক অভিযানে গ্রেপ্তার হয়েছেন।

আলাউদ্দিনকে বিকালে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আলাউদ্দিনের বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখল, জলদস্যুতার অভিযোগ এবং  তার ভাইয়ের বিরুদ্ধে ছিনতাই ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগে ৫/৬টি মামলা রয়েছে বলে জানিয়েছেন মনপুরা থানার ওসি শাহিন খান।