নওগাঁয় সীমান্তের ওপারে দুই বাংলাদেশি আটক

নওগাঁর পোরশায় সীমান্তের ওপার থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2017, 01:31 PM
Updated : 28 Feb 2017, 01:31 PM
মঙ্গলবার ভোরে গরুসহ ভারতের এক কিলোমিটার অভ্যন্তর থেকে বিএসএফ তাদের আটক করে বলে জানান বিজিবি-১৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলি রেজা।

এরা হলেন উপজেলার বটতলী গ্রামের টুলু হোসেনের ছেলে রাকিব হোসেন (৪৩) ও কলেরা গ্রামের মাইদুল ইসলামের ছেলে আবুল কালাম (৪১)।

বিজিবি কর্মকর্তা বলেন, সোমবার রাতে রাকিব ও কালামসহ কয়েকজন গরু আনতে অবৈধ্ভাবে ভারতে যান। মঙ্গলবার ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতের এক কিলোমিটার অভ্যন্তরে বিএসএফের হাতে আটক হন রাকিব ও কালাম।

“মঙ্গলবার সকালে ঘটনা জেনে বিএসএফের সঙ্গে যোগযোগ করে পতাকা বৈঠক করা হয়।

তাদের কাছে ভারতীয় গরু পাওয়ায় ও অনুপ্রবেশের কারণে তাদের থানায় হস্তান্তর করেছে বলে বৈঠকে জানিয়েছে বিএসএফ।”