জামালপুর পাওয়ার প্লান্ট উদ্বোধন বুধবার

জামালপুর ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বুধবার প্রধামন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2017, 11:38 AM
Updated : 28 Feb 2017, 01:02 PM

জামালপুরের জেলা প্রশাসক মো.শাহাবুদ্দিন খান জানান, বুধবার সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ পাওয়ার প্লান্টের উদ্ধোধন করবেন। 

ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।

জামালপুর-শেরপুর বাইপাস সড়কের পাশে শাহপুর এলাকায় ৭ একর জমিতে ‘পাওয়ার প্যাক ১০০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট জামালপুর’ নামে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৩ সালের ১০ অক্টোবর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে ১৫ বছরের চুক্তির ভিত্তিতে পাওয়ার প্যাক মুতিয়ারা নামের একটি কোম্পানি এ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি নির্মাণ করেছে যাতে ব্যয় হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা।

অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে এইচএফও ফার্নেস ওয়েল অর্থাৎ হেভি ফুয়েল ওয়েল জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে। গত বছরের ২৭ নভেম্বর থেকে কেন্দ্রটিতে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ‘পাওয়ার প্যাক মুতিয়ারা’ কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা শরীফ নেওয়াজ খান।

বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে স্থানীয় বিদ্যুৎ চাহিদা মিটিয়ে জামালপুর ও শেরপুর জেলায়ও সরবরাহ করা হবে বলে জানান তিনি।