চাঁদপুরে মেঘনায় মাছ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা

ইলিশ রক্ষায় চাঁদপুরের মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দুই মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2017, 08:17 AM
Updated : 1 March 2017, 03:24 AM

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো.শফিকুর রহমান জানান, এই দুই মাস মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার ১০০ কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা থাকবে। 

চাঁদপুরের বিস্তীর্ণ নদীসীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে ২০০৬ সাল থেকে জাটকা রক্ষায় এ কর্মসূচি পালিত হচ্ছে।

শফিকুর বলেন, চাঁদপুরে মেঘনায় মাছ ধরেন কমপক্ষে ৪৬ হাজার ৬৫৪ জন জেলে। নিষেধাজ্ঞার সময় ৪১ হাজার ৪২টি জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল দেওয়া হবে।

ইতোমধ্যে জেলেদের মাঝে সচেতনতা বাড়ানোর জন্য মাইকিং,সমাবেশসহ বিভিন্ন ধরনের প্রচার চালানো হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা।

তিনি বলেন, জেলেরা যাতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য কোস্টগার্ড, নৌপুলিশ ও জেলা টাস্কফোর্স নদীতে সব সময় টহল দেবে।

নিষেধাজ্ঞা অমান্যকারীকে কারাদণ্ড, জাল পুড়িয়ে দেওয়া ও ৫ থেকে ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার আইন রয়েছে বলে জানান তিনি।