রাবিতে ফের নিয়োগ পরীক্ষা বন্ধ করল আ. লীগ

আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধায় আবারও নিয়োগ পরীক্ষা স্থগিত করল রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 02:41 PM
Updated : 27 Feb 2017, 02:42 PM

সোমবার বিকাল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কর্মকর্তা পদের জন্য উপাচার্যের বাসায় সাক্ষাৎকার গ্রহণের কথা ছিলো।

সরেজমিন দেখা যায়, সোমবার বিকাল থেকে উপাচার্যের বাস ভবনের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নেয়। এ সময় বেশ কয়েকজন পরীক্ষার্থী সেখানে আসলেও পরীক্ষা নেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, “দুই মাস আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ পদে মৌখিক পরীক্ষায় আজ ৬/৭ জনকে ডাকা হয়েছিলো। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাধায় মৌখিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরে তা স্থগিত করা হয়।”

এর আগেও আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাধায় বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের আয়া ও মালি পদের নিয়োগ পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকটি পদে নিয়োগ পরীক্ষা বন্ধ স্থগিত করে কর্তৃপক্ষ।

এ নিয়ে মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বৃহস্পতিবার উপাচার্য ও উপ-উপাচার্য আমাদের কথা দিয়েছিলেন তারা নতুন করে কোনো ধরনের নিয়োগ দিবেন না।

“তারপরও আজ তারা নিয়োগ দেওয়ার জন্য প্রার্থীদের ডেকেছে। আমাদের মনে হচ্ছে এটা জামায়াত–বিএনপির লোকদের নিয়োগের জন্যে কৌশল। তাই আমরা বাধা দিয়েছি।”