মাগুরার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই স্থগিত

মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 02:41 PM
Updated : 27 Feb 2017, 02:41 PM

সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও এ কে এম জহিরুল হকের যৌথ বেঞ্চ এ আদেশ দেন বলে জানান সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুর-ই-আলম।

সেইসঙ্গে জেলা কমিটি থেকে জেলা কমান্ডার মোল্লা নবুয়ত আলীর নাম বাদ দেওয়া কারণ জানতে চেয়ে জামুকা মহা পরিচালক, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, কেন্দ্রীয় কমিটির কমান্ডার, মাগুরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলামসহ আটজনের কাছে ব্যাখ্যা চেয়ে আদালত রুল জারি করেছে বলে জানান তিনি।

জহুর-ই-আলম বলেন, গত ১১ ফেব্রুয়ারি থেকে মাগুরা সদর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ১০ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের এক চিঠিতে মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার মোল্লা নবুয়ত আলীর নাম বাদ দেওয়া হয়।

“এ ঘটনার প্রতিবাদে কমিটির সদস্যরা যাচাই বাছাই কার্যক্রম বয়কট করেন। পরে সরকারি নীতিমালা উপেক্ষা করে মাগুরা সদর উপজেলা যাচাই বাছাই গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে মোল্লা নবুয়ত আলী হাই কোর্টে রিট করেন।”