রাজশাহীতে ‘জেএমবি সদস্য’ আটক

রাজশাহীতে গোদাগাড়ী উপজেলায় উগ্র মতবাদের বই ও লিফলেটসহ ‘জেএমবির’ এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 09:27 AM
Updated : 27 Feb 2017, 10:17 AM

সোমবার রাজশাহী র‌্যাবের সহকারী পরিচালকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,কাঁকনহাট রেলস্টেশন এলাকা থেকে রোববার আনসার ওরফে তালহা ওরফে মামুনকে (৩৬) আটক করা হয়।

আনসার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হাটবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালের দিকে আকাশ নামের জেএমবির এক সদস্যের মাধ্যমে এ সংগঠনে যোগ দেন আনসার। ওই সময় আনসার ময়মনসিংহের একটি মেসে থাকতেন। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে গিয়ে আত্মগোপন করেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজশাহী র‌্যাবের স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশ্বের রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনসার ফেরি করে গেঞ্জি বিক্রেতা সেজে এ অঞ্চলে জেএমবির সংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছিলেন।

“তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে বেশ কিছু জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।”

সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আনসারকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।