রাজশাহীতে বাসের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

রাজশাহীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 08:05 AM
Updated : 27 Feb 2017, 08:45 AM

পুঠিয়া উপজেলার কেন্দ্রীয় মসজিদের সামনে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান জানান।

ভাল্লুকগাছি ইউনিয়নের সিংড়া গ্রামের বাসিন্দা জুলফিকার আলী ভুট্টু (৪৫) সিংড়া এসআর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পরিদর্শক রাকিবুল জানান, পুঠিয়ার কেন্দ্রীয় মসজিদের সামনের রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস জুলফিকার আলীকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তিনি।

“স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জুলফিকার আলীর মৃত্যু হয়।”

নিহতের বড় ভাই মতিউর রহমান মুন্টু বলেন, এক সপ্তাহ আগে ভুট্টুকে স্কুল থেকে বরখাস্ত করা হয়। এর পর থেকে সে মানষিক চাপে ছিল। বরখাস্তের বিষয় নিয়ে শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলার জন্য সে উপজেলা সদরে গিয়েছিল।

সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।