গোপালগঞ্জে জমির বিরোধে ভাইকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 07:46 AM
Updated : 27 Feb 2017, 07:46 AM

সদর উপজেলার গোপীনাথপুরের কাজীপাড়া গ্রামে রোববার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান।

নিহত ফরিদ সিকদার (৫০) নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর গ্রামের জলিল সিকদারের ছেলে।

এ ঘটনায় নিহতের ছোটভাই মিরাজ সিকদার (৪৫), তার দুই ছেলে এবং ভাগ্নেকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি সেলিম বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে সম্প্রতি ফরিদ তার ছোট ভাই মিরাজ সিকদার ও বোনের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেন।

এরপর থেকে ফরিদ তার খালাত ভাই সৌদি প্রবাসী হাফিজ উদ্দিন খানের গোপালগঞ্জের বাড়িতে গিয়ে আত্মগোপন করেন বলে জানান তিনি।

ওসি বলেন, “রোববার রাত সোয়া ৮টার দিকে মিরাজ তার দুই ছেলে এবং ভাগ্নে গোপালগঞ্জে হাফিজ উদ্দেনের বাড়ি যান। পরে তারা ফরিদকে ধারালো ছুড়ি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।”

এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাদের ঘেরাও করলে তারা ঘরের দরজা আটকে ভেতরে অবস্থান নেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে বলে জানান তিনি।

আটককের পর মিরাজ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানান ওসি।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।