কালিয়াকৈরে কারখানা বন্ধ: শ্রমিক অসন্তোষ

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক ওয়াশিং কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 07:20 AM
Updated : 27 Feb 2017, 07:21 AM

বিজিএমই-এর সাবেক সভাপতি আতিকুর রহমানের মালিকাধীন কারখানাটি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার সকাল থেকে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় বলে শ্রমিকদের অভিযোগ।

কারখানার নির্বাহী পরিচালক তৌফিক জাহিদুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

সরজমিনে সফিপুর আনসার ভিডিপি একাডেমি সংলগ্ন স্টারলিং রিন্স ইফেক্টস নামের ওই ওয়াশিং কারখানায় দেখা গেছে, নোটিশে লেখা রয়েছে, পর্যাপ্ত কাজের অর্ডার না থাকায় অব্যাহত লোকসানের কারণে কারখানা পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধ করা হবে উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, পাওনা পরিশোধের সময়ের বিষয়ে আগামী তিন কার্য দিবসের নোটিশ দেওয়া হবে।

কারখানার শ্রমিক মো. খলিলুর রহমান ও নয়ন ঢালী জানান, সকালের শিফটে কাজে যোগ দিতে এসে তারা কারখানায় তালা ঝুলতে দেখেন।

কোনো পূর্ব ঘোষণা ছাড়া এভাবে কারখানা বন্ধ করা অন্যায় বলে তারা অভিযোগ করেন।

রোববার বিকালে ৫টায় কারখানা ছুটি হওয়ার কথা থাকলেও ৪টায় ছুটি দেওয়া হয় বলে তারা জানান।

কারখানাটিতে ৭০০ শ্রমিক কাজ করেন বলেও তারা জানান।

কারখানার সামনে বিপুল সংখ্যক শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।