কাচপুরের আগুন নিভল আড়াই ঘণ্টা পর

নারায়ণগঞ্জের কাচপুর এলাকায় সিনহা গ্রুপের একটি গার্মেন্টস কারখানায় আগুন লাগার আড়াই ঘণ্টা পরে নেভানো হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 02:56 AM
Updated : 27 Feb 2017, 05:53 AM

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, সোমবার সকাল পৌনে ৭টার দিকে কারখানা ভবনটির ১২ তলায়  আগুন লাগে।

খবর পেয়ে মণ্ডলপাড়া, ডেমরা ও ঢাকা ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে নয়টি ইউনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।

কারখানার ১২ তলায় সুইংয়ের কাজ হত বলে জানা গেলেও সেখানে শ্রমিক ছিল কিনা, কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেসব কিছু বলতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

আর সাংবাদিকদেরও সেখানে যেতে দেওয়া হয়নি। কারখানার প্রধান ফটকের বাইরে নিরাপত্তার প্রহরীরা তাদের বাধা দেন।

স্থানীয়রা বলছেন, কোনো একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয় বলে তারা শুনেছেন।

পরে সিনহার মহাব্যবস্থাপক মো. তাজোয়ার সাংবাদিকদের বলেন, “কিভাবে ও কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা আমরা খতিয়ে দেখছি। আগুনে সুইং মেশিনসহ বিভিন্ন মালপত্র ও কাচের জানালা পুড়ে গেছে।”

কেউ হতাহত হয়নি দাবি করে তিনি বলেন, “আগুন লাগার সময় কারখানায় কাজ হচ্ছিল না। কাজের জন্য কারখানা মাত্র খোলা হচ্ছিল।”

সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “যেহেতু কারখানায় আগুন লেগেছে, তাই সেখানে যাওয়া ঝুকিপূর্ণ। নিরাপত্তাজনিত কারণে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।”