খাগড়াছড়ির ৪৬ স্কুল জাতীয়করণের দাবি

খাগড়াছড়িতে বাদপড়া ৪৬টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 03:30 PM
Updated : 26 Feb 2017, 03:30 PM

রোববার খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

হিল পাওয়ার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো. আলা উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, তিন পার্বত্য জেলায় ইউএনডিপি-সিএইচটিডিএফ পরিচালিত ২১০টি স্কুল সরকারি করা হলেও খাগড়াছড়ির ৪৬টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বাদ পড়েছে। ২০১৩ সালে যাচাই-বাছাই কমিটি স্কুলগুলোকে জাতীয়করণে সুপারিশ করলেও তা বাস্তবায়ন করা হয়নি। এসব স্কুলের ১৮৪ জন শিক্ষক বেতন-ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন না। 

জাতীয়করণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন স্কুল শিক্ষক আলা উদ্দিন।

সংবাদ সম্মেলনে মানিকছড়ির তবলাপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আথোয়াই মগ, উত্তর গঞ্জপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, দক্ষিণ ভুয়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুন্নবীসহ বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।