দুই নারীকে কুপিয়ে জখম করায় বাবা-ছেলে দণ্ডিত

নয় বছর আগে দুই নারীকে কুপিয়ে আহত করায় বাবা-ছেলেকে তিন বছর ছয় মাস করে সাজা দিয়েছে ঝালকাঠির একটি আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 01:19 PM
Updated : 26 Feb 2017, 01:19 PM

দণ্ডিতরা হলেন রাজাপুর উপজেলার ছোট কৈবর্তখালী গ্রামের হারুন শিকদার ও তার ছেলে মামুন শিকদার।

রোববার ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

ঝালকাঠিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান রসূল বলেন, পূর্ব বিরোধের জেরে ২০০৮ সালের ২৬ মার্চ ওই গ্রামের মুক্তিযোদ্ধা আবু বকর শিকদারের মেয়ে লিলি বেগম ও রাশিদা বেগমকে কুপিয়ে আহত করে হারুন ও মামুন।

এ ঘটনায় আবু বকর পরদিন রাজাপুর থানায় ওই দুজনের বিরুদ্ধে মামলা করেন। ২০০৮ সালের ১৫ মে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করে পুলিশ।

রায়ে একই সঙ্গে প্রত্যেককে ছয় হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও চার মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী আব্দুল মান্নান।