বরিশালে প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ৬

বরিশালের বাকেরগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 11:42 AM
Updated : 26 Feb 2017, 12:00 PM

রোববার উপজেলার ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানান।

আটকরা হলেন, কেন্দ্র সচিব মো. বশিরউদ্দিন (৪৭), শিক্ষক মো. নূরুজ্জামান (৪৫), মো. জসিমউদ্দিন (৪৫), মেহেদি হাসান (৪০), আবু হানিফ (৩০) ও আবুল কালাম (৪৫)।

চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে শিক্ষা মন্ত্রণালয়। গণিত প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে একটি প্রতিবেদন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত হয়।

ওই সময় প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া গেলে ওই পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়া হব বলে জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।  

এসপি আক্তারুজ্জামান বলেন, “একটি চক্র পরীক্ষা শুরুর পূর্বে প্রশ্ন ফাঁসের পর উত্তর তৈরি করে তা পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করছিল এমন তথ্যে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ।” 

তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ পুলিশ কর্মকর্তার দাবি, আটকরা প্রতিদিন পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে সিলগালা করা খাম খুলে প্রশ্নপত্র বের করে উত্তরপত্র তৈরি করে তা অর্থের বিনিময়ে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিত।