ট্রলিকে ধাক্কার পর টেম্পু খাদে, নিহত ১

বাগেরহাট সদরে একটি ট্রলিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে গেলে একটি টেম্পুর এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 06:07 AM
Updated : 26 Feb 2017, 08:20 AM

বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান খান জানান, বাগেরহাট-পিরোজপুর সড়কের দড়াটানা সেতু এলাকায় রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই টেম্পুর যাত্রী বলে পুলিশ জানিয়েছে।

নিহত ব্যক্তির বয়স ৫৫ বছর বলে ধারণা করলেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আহতরা হলেন কচুয়া উপজেলার মসনি গ্রামের সোহরাব ডাকুয়া (৪৫), ডাবলু সিকদার (২৫) ও সদর উপজেলার এসাহাক খান (৬০)। তাদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মিজানুর জানান, সকালে বালুভর্তি একটি ট্রলি ও পানবোঝাই একটি টেম্পু বাগেরহাট থেকে পিরোজপুর যাচ্ছিল।

“পথে দড়াটানা সেতু থেকে নামার সময় টেম্পুর চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রলিকে ধাক্কা দেয়। এ সময় দুইটি যানই রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। গুরুতর আহত হন টেম্পুর চার যাত্রী।”

স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

লাশ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে বলে জানান তিনি।