গুলি ও বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি

পটুয়াখালীর বাউফলে হাতবোমা ও গুলি ছোড়ে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। 

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2017, 06:48 PM
Updated : 25 Feb 2017, 06:49 PM

বাউফল থানার ওসি আ জ ম খান ফারুকী জানান, শনিবার রাতে উপজেলার কুন্ডুপট্টি এলাকার বীণা জুয়েলার্সে ডাকাতির ঘটনায় দোকান কর্মচারীসহ তিনজন আহত হয়েছেন।

এরা হলেন, দোকান কর্মচারী সুধাংসু বালা (২৮), শ্রীদাশ (২৫) ও অটোরিকশা চালক আলতাফ গাজী (৫০)।

এদের মধ্যে আলতাফকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিয়ের জন্য গহনা কেনার কথা বলে রাতে পাঁচ ব্যক্তি বীণা জুয়েলার্সে প্রবেশ করে। এ সময় তারা কয়েকটি হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দোকানের স্বর্ণালংকার লুট করে। পরে এলোপাতারি গুলি পালিয়ে যায়।”

কিছুক্ষণ পর স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।

কী পরিমাণ স্বর্ণালংকার লুট করা হয়েছে তা জানাতে পারেনি দোকান মালিক সুশান্ত সাহা।