‘পুলিশের ওপর হামলা’: ২ শতাধিকের বিরুদ্ধে মামলা

নেত্রকোণার কেন্দুয়ায় পুলিশের উপর হামলার অভিযোগে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2017, 02:50 PM
Updated : 25 Feb 2017, 02:50 PM

পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, শনিবার রাতে কেন্দুয়া থানার এসআই গোপাল দাশের করা মামলায় সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর হামলা এবং বিনা অনুমতিতে সমাবেশের অভিযোগে আনা হয়েছে।

মামলায় একই সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার দুপুরে কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্রদলের সমাবেশে পুলিশের উপর হামলায় এসআই, এএসআই ও কনস্টেবল মিলে ১৩ জন আহত হন।ছাত্রদলের দাবি, পুলিশ তাদের লাঠিপেটা করেছে।

এ ঘটনায় শনিবার রাত পর্যন্ত ৪৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, “ওই সমাবেশ থেকে পুলিশ সদস্যদের পুড়িয়ে মারা এবং বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। পুলিশকে পুড়িয়ে মারার জন্যে আনা বাঁশ, কাঠ ও খড়সহ বিভ্ন্নি উপকরণ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে।”