লালমনিরহাটে কয়েদির মৃত্যু

লালমনিরহাট কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2017, 12:09 PM
Updated : 25 Feb 2017, 12:09 PM

কারাগারের নার্সিং অফিসার খন্দকার সানোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে লালমনিরহাট সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত আবুল কাশেম (৭৫) হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছিলেন। তার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা গ্রামে।

সানোয়ার হোসেন বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আবুল কাশেম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

“হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।”

কারাগারের সুপার কিশোর কুমার নাগ বলেন, স্ত্রী হত্যা মামলায় ১৯৯৮ সালে আবুল কাশেমের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ১৯৯৮ সালে মামলার রায় হলেও ১৯৯৪ সাল থেকে হাজত বাস করে আসছিলেন তিনি।

ময়নাতদন্ত শেষে শনিবার বিকালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেল সুপার।