চালকের যাবজ্জীবন: খুলনা বিভাগে অনির্দিষ্টকাল ধর্মঘট

সড়ক দুর্ঘটনায় তারেক-মিশুকের মৃত্যুর বিচারে বাসচালকের যাবজ্জীবন সাজার প্রতিবাদে খুলনা বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে শ্রমিক ফেডারেশন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2017, 09:58 AM
Updated : 25 Feb 2017, 10:03 AM

সংগঠনটির আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু শনিবার বেলা ১টার দিকে যশোরের চাঁচড়া এলাকার শ্রমিক ভবন থেকে এই ঘোষণা দেন।

রোববার ভোর ৬টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় এ ধর্মঘট শুরু হবে বলে তিনি জানান।

ছয় বছর আগে ২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাস আরোহী চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।

বাংলাদেশকে নাড়িয়ে দেওয়া সেই দুর্ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর আসামি বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়।

ফেডারেশন নেতা রহিম বক্স দুদু বলেন, “শ্রমিকরা যাবজ্জীবন কারাদণ্ডের রায় মাথায় নিয়ে গাড়ি চালাবে না।”

এর আগে শ্রমিক ভবনে ফেডারেশনের আঞ্চলিক কমিটির এক জরুরি সভা হয়।

সভায় আঞ্চলিক কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টুসহ ৩৪টি শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হন।

সভায় বক্তারা অভিযোগ করেন, তারেক-মাসুদের মৃত্যুর ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্সের চালক জামির হোসেনকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।

তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ৩০৪/খ ধারায় বিচার হওয়ার কথা। কিন্তু বিচার হয়েছে ৩০৪/ক ধারায়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার পরও বিচারক বিশেষ মহলের চাপে তাকে শাস্তি দিয়েছেন বলে অভিযোগ করেন শ্রমিকরা।

একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে চেয়ার ছুড়তে থাকেন। এ সময় নেতারা মিটিং ছেড়ে চলে যান। প্রায় ২০ মিনিট পর নেতারা ফিরে এসে শ্রমিকদের শান্ত করেন। তারপর তারা অনির্দিষ্টকালের ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন।

অপরদিকে একই ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে চুয়াডাঙ্গার পরিবহন শ্রমিকদের ডাকা তিন দিনের কর্মবিরতি চলছে, যা শনিবার শেষ হওয়ার কথা।

তবে শ্রমিকনেতারা তাদের দাবি সম্পর্কে কোনো বক্তব্য বা ঘোষণা দেননি।

ফেডারেশন নেতা রহিম বক্স দুদু বলেন, রোববার ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক সভায় ভবিষ্যৎ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হবে।