কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

কক্সবাজারে মাইক্রোবাস ও পিকআপ উল্টে ছয়জনের মৃত্যু হয়েছে; উভয় দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2017, 05:00 AM
Updated : 25 Feb 2017, 10:55 AM

রামু ও চকরিয়া উপজেলায় শনিবার সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন - ঢাকার রায়েরবাগ এলাকার আসাদুজ্জামান বাপ্পীর স্ত্রী কুলসুমা আক্তার (২৫) ও একই এলাকার মো. জিকুর স্ত্রী আয়েশা আক্তার শিল্পী (২০), ঢাকার সবুজবাগ এলাকার আয়াত আলীর ছেলে আমির হোসেন (৩৫), একই এলাকার মোহাম্মদ কিবরিয়া (৩০), কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব খরুলিয়া এলাকার মোহাম্মদ দানুর ছেলে মিজানুর রহমান (২৫) ও উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকার মদবরপাড়ার মো. তৈয়ব (১৮)।

চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আবুল হাশেম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়ার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় কক্সবাজারগামী যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

“এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহত আটজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।”

হতাতরা মাইক্রোবাসে করে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসছিলেন বলে জানান এসআই হাশেম।

এছাড়া ভোরে রামুর রশিদনগরে অপর এক দুর্ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।

রামুর তুলাবাগান হাইওয়ে থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ফলবাহী একটি পিকআপ উখিয়ার কোর্টবাজার যাচ্ছিল।

“চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রশিদনগর ইউনিয়নের নাদেরুজ্জামান উচ্চবিদ্যালয় এলাকায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারালে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হলে তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।”

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান বলে জানান রত্নাপালং ইউনিয়িন পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর চৌধুরী।