শেরপুরে জমির বিরোধে সংঘর্ষ, ১ জনের মৃত্যু

শেরপুর সদরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত হওয়ার একদিন পর একজনের মৃত্যু হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2017, 02:57 PM
Updated : 24 Feb 2017, 02:57 PM

উপজেলার হালগড়া পূর্বপাড়া গ্রামে বৃহস্পতিবার এ সংঘর্ষ হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে আব্দুছ সাত্তার নামের ওই ব্যক্তি মারা যান।

সাত্তার ওই গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, হালগড়া পূর্বপাড়া গ্রামের সাজু সরকারের সঙ্গে একই গ্রামের রহিজ উদ্দিনের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাজু সরকারের ভাই আব্দুছ সাত্তারসহ ছয় জন আহত হন।

শেরপুরের পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণি জানান, আহতদের মধ্যে আব্দুছ সাত্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার বিকালে তার মৃত্যু হয়।

তিনি বলেন, সাত্তারের মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে সাজুর প্রতিপক্ষের লোকদের অন্তত ২০টি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার শেরপুর সদর থানায় মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে জানান এসপি রফিকুল হাসান। 

শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান ২০টির মতো ঘর ভস্মীভূত হওয়ার খবর নিশ্চিত করেছেন।