খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

খুলনা নগরীর কৈয়াবাজার এলাকার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2017, 04:58 AM
Updated : 24 Feb 2017, 06:10 AM

হরিণটানা থানার ওসি এমএম মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কৈয়াবাজারের সাউথ বাংলা আবাসিক এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত জিয়া সানা ওরফে হাতকাটা জিয়া ওরফে বোমারু জিয়া (৪৫) ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের বাবর আলী সানার ছেলে।

ওসি মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আড়াইটার দিকে পুলিশের কাছে খবর আসে, সাউথ বাংলা আবাসিক এলাকায় ১০-১৫ জন সদস্য নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন ‘নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি’র সেকেন্ড ইন কমান্ড জিয়া সানা।

“পুলিশ ঘটনাস্থলে গেলে তারা গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে ১০-১৫ মিনিট বন্দুকযুদ্ধ হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও জিয়া ধরা পড়েন।”

আহত জিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি মিজানুর।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল, দুটি গুলিসহ একটি দেশি পাইপগান, দুটি রাম দা ও ৫০টি ইয়াবা উদ্ধার করেছে।

জিয়ার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ৯টি মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, এসআই নূরুল আমিন বাদী হয়ে নিহত জিয়ার বিরুদ্ধে আরও দুটি ডাকাতি প্রস্তুতি ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা দায়ের করেছেন।

অভিযানে পুলিশের চার সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলেও জানিয়েছেন ওসি মিজানুর।