যশোরে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

যশোরে মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 12:44 PM
Updated : 23 Feb 2017, 12:45 PM

বৃহস্পতিবার যশোরের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন চৌগাছা উপজেলার সিংহঝুলি মাঠপাড়া গ্রামের আহাদ আলী কারিগরের ছেলে সাজ্জাদ আলী, ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর কাটাখালি গ্রামের আব্দুল কাদেরের ছেলে হুমায়ুন ও মোবারকপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল হোসেন সুমন।

এদের মধ্যে সাজ্জাদ আলী ও হুমায়ুন জামিন নিয়ে পলাতক রয়েছেন।

একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে পিপি এসএম বদরুজ্জামান পলাশ।

তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চৌগাছার সিংহঝুলি গ্রামের ওমর আলীর ছেলে আবদুর রাজ্জাককে খালাস দিয়েছে আদালত।

মামলার নথির বরাত দিয়ে পিপি জানান, ২০০৭ সালের ১৯ এপ্রিল বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারে ঢাকা মেট্টো ট-১৪-৩০৫৫ নম্বরের ট্রাকে তল্লাশি করে কচুর লতির আঁটির ভেতরে বিশেষ ব্যবস্থায় রাখা ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় আটক করা হয় চালক ইসমাইল, হেলপার হুমায়ুন ও সাজ্জাদকে।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শেখ সাঈদুর রহমান বাদী হয়ে চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয় বলে জানান তিনি।