পুলিশ হেফাজতে দিনমজুরের মৃত্যুতে এএসআই বরখাস্ত

সিরাজগঞ্জের চৌহালীতে পুলিশ হেফাজতে দিনমজুরের মৃত্যুর ঘটনায় এক সহকারী উপ পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 11:00 AM
Updated : 23 Feb 2017, 11:08 AM

বৃহস্পতিবার সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ তাকে সাময়িক করে পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ।

সেইসঙ্গে ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বরখাস্ত রবিউল ইসলাম চৌহালী থানায় কর্মরত ছিলেন।

বুধবার রাতে চৌহালী উপজেরার সীমান্তবর্তী এলাকা বন্যা মোড় থেকে এক দিনমজুরকে গ্রেপ্তারের পর থানায় আনার পথে মারা যায়।

নিহত ঠাণ্ডু মিয়া (৪৫) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দেওজান সলিল গ্রামের হিরু মিয়ার ছেলে।

এ ঘটনার পর নিহতের স্বজনরা পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করলেও এএসআই রবিউল ইসলাম দাবি করেন চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে তার মৃত্যু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ইতোমধ্যেই রবিউলকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে ঠাণ্ডু মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।