এমপি লিটন হত্যায় আরেকজন গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যায় আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 09:44 AM
Updated : 23 Feb 2017, 11:07 AM

বৃহস্পতিবার গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আনোয়ারুল ইসলাম রানা (২৭) সুন্দরগঞ্জের ভেলারায় কালিরভিটা গ্রামের তমসের আলীর ছেলে।

লিটন হত্যায় রানা ‘সরাসরি অংশ’ নেয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে বলে সংবাদ সম্মেলনে জানান এসপি।

তাকে ঢাকা থেকে গাইবান্দায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার লিটন হত্যায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল কাদের খানকে তার বগুড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

‘কাদের খানের পরিকল্পনাতেই’ এমপি লিটনকে হত‌্যা করা হয় গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে জানায় পুলিশ।হত‌্যাকাণ্ডে অংশ নেওয়া রানা নামের আরেকজন পলাতক রয়েছে বলেও ওই সংবাদ সম্মেলনে জানানো হয়।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য লিটনকে গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় লিটনের বোন ফাহমিদা বুলবুল কাকলী অজ্ঞাত পরিচয় পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

ওই মামলায় পুলিশ কাদের খানসহ এ পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করেছে।