ঝিনাইদহে শিশু হত্যায় যুবকের যাবজ্জীবন

ঝিনাইদহের কালীগঞ্জে শিশু হত্যায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2017, 11:39 AM
Updated : 22 Feb 2017, 11:52 AM

বুধবার বিকালে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সানা মো. মাহরুফ হোসাইন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাকিল আহমেদকে (২০) একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সেইসঙ্গে লাশ গুম করার জন্য তাকে তিন বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা না দিলে আরও ৬ মাস কারাভোগ করতে হবে।

দুই দণ্ড একইসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, কালীগঞ্জ শহরের থানা পাড়ার নূর হোসেন লোটাসের ছেলে আরাফাত হোসেন সাইফ (৮) তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। তাকে স্কুলে আনা নেওয়া করতো লোটাসের দোকানের কর্মচারী শাকিল।

২০১২ সালের ৭ অক্টোবর আরাফাতকে স্কুলে নিয়ে যায় শাকিল। এরপর আর শিশুটি ও শাকিল কেউ বাড়ি না আসায় কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে শাকিলের মোবাইলে ফোন করা হলে যশোরে খালা বাড়িতে আছে বলে জানায় বলে মামলায় বলা হয়েছে।

পরে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে ঘোরাফেরার সময় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কালীগঞ্জের হেলাই গ্রামের একটি আখ ক্ষেতে নিয়ে আরাফাতকে শ্বাসরোধে হত্যার পর লাশ আখ পাতার নিচে লুকিয়ে রাখার কথা জানায়।

এ ঘটনায় আরাফাতের মামা আবু সাইদ পিন্টু বাদী হয়ে মামলা করেন।