নরসিংদীতে ৩ শিশু হত্যার অভিযোগে বড় ভাই আটক

নরসিংদী সদর উপজেলায় তিন শিশু সহোদরকে গলা টিপে হত্যার অভিযোগে বড় ভাইকে আটক করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2017, 02:29 AM
Updated : 22 Feb 2017, 06:08 AM

সদর মডেল থানার এসআই মোজাব্বের হোসেন জানান, বুধবার সকালে আলোকবালি গ্রামের পূর্বপাড়া থেকে তিন শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হল - ওই গ্রামের বাঁশ বিক্রেতা ইসমাইল মিয়ার ছেলে ইয়াসিন (১২), মেয়ে মরিয়ম (৬) ও মার্জিয়া (৩)।

আটক বড় ভাইয়ের নাম রুবেল মিয়া (২৩)।

এসআই মোজাব্বের বলেন, “পারিবারিক কলহের জেরে বড় ভাই রুবেল তার ছোট এক ভাই ও এক বোনকে গলা টিপে হত্যা করেন। এছাড়া আতিকুর রহমান (২৫) নামে আরেক ভাইকেও হত্যার চেষ্টা করেন বলে স্বীকার করেছেন রুবেল।”

আহত আতিকুর রহমান

আহত আতিকুর স্থানীয় আলোকবালি দারুল সুন্নাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক। তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন আতিকুর  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মাদ্রাসায় ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে ‘মা অসুস্থ’ এ কথা বলে আমাকে ডেকে তোলে রুবেল।

“পরে মাদ্রাসার কাছেই মসজিদের সামনে আমাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আমার চিৎকারে আশপাশের লোকজন এসে রুবেলকে আটক করে। পরে জানাজানি হয় যে আমাকে কোপানোর আগে তিন ভাইবোনকে হত্যা করেছে।”

রুবেলকে আটক করা হয়েছে জানিয়ে এসআই মোজাব্বের বলেন, পুলিশ ঘটনা তদন্ত করে প্রকৃত চিত্র উদঘাটনের জন্য কাজ শুরু করেছে।

নিহত শিশুদের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানান, আটকের পর রুবেল বলেছেন, বাবা ছাড়া পরিবারের সবাইকে রুবেল হত্যা করতে চান।