মাগুরায় ঝাড়ুদণ্ডে জাতীয় পতাকা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাগুরায় একটি বেসরকারি ব্যাংকের শাখায় ঝাড়ুদণ্ডে বেঁধে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2017, 02:37 PM
Updated : 21 Feb 2017, 03:22 PM

মঙ্গলবার জেলা শহরের কলেজ রোডে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনের ব্যাংকটির (মোবাইল ব্যাংকিং শাখায়) কার্যালয়ে ঝাড়ুদণ্ডের এক মাথায় একটি জাতীয় পতাকা বেঁধে আরেক মাথা গ্রিলের সঙ্গে বাঁধা হয়েছে। 

এ নিয়ে মাগুরা শহরের বাসিন্দা এটিএম মহব্বত আলি বলেন, “ত্রিশ লাখ শহীদের রক্তে পাওয়া এই পতাকা নিয়ে এহেন কাণ্ড মেনে নেওয়া যায় না। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

এ বিষয়ে ডাচ ব্যাংলা ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক মজিবর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করে পাওয়া যায়নি।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) পরিমল কুমার সরকার প্রথমে বিষয়টা স্বীকার না করলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ভিডিওসহ সংবাদ প্রকাশের পর ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এনডিসি পরিমল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথমে আমি ভুল করে অন্য জায়গায় গিয়ে পতাকাটা খুঁজে পাইনি। আপনাদের সাইটে নিউজ দেখে বিষয়টা বুঝতে পেরেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।”