নওগাঁয় জামায়াতের ৩ নেতাকর্মী আটক

নওগাঁর তিন উপজেলা থেকে জামায়াতে ইসলামীর স্থানীয় তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অভিযান চলাকালে হাতবোমা ও ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2017, 10:34 AM
Updated : 21 Feb 2017, 10:34 AM

সোমবার রাতে রানীনগর, আত্রাই ও মান্দা উপজেলায় এ অভিযান চালানো হয় বরে পুলিশ জানিয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, আটক তিনজনের মধ্যে একজন জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের নেতা এবং বাকি দুজন কর্মী।

তিনি জানান, রানীনগর ভাণ্ডারগ্রাম বগারবাড়ির হজরত আলীর ছেলে আব্দুল মতিনকে (৪৮) নিজ কীটনাশকের দোকান থেকে আটক করা হয় । ওই সময় দুইটি হাতবোমা ও দুইটি রাম দা উদ্ধার করা হয়। পারইল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি।

এছাড়া আত্রাই উপজেলার বান্দাইঘাড়া গ্রামের মৃত. আফতাবের ছেলে ছাইদুর রহমান (৪০) এবং মান্দা উপজেলার শীলগ্রাম গ্রামের নূর মোহাম্মাদের ছেলে বেলাল হোসেনকে (৩৭) নিজ নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

এসপি মোজাম্মেল বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি বগুড়ার সান্তাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।