ভাতিজার লাশ দেখার পর চাচার মৃত্যু

সাতক্ষীরায় ট্রলি দুর্ঘটনায় চালক নিহত হওয়ার পর তার লাশ দেখে চাচার মৃত্যু হয়েছে।     

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2017, 09:28 AM
Updated : 21 Feb 2017, 09:28 AM

মঙ্গলবার সদর উপজেলায় মাছখোলা এলাকায় বেলা ১২টার দিকে এ দুর্ঘটনায় আব্দুল মাজেদ (৪০) নিহত হন বলে সাতক্ষীরা সদর থানার এএসআই সৈয়দ আলী জানান।

মাজেদ ওই গ্রামের কওসার আলীর ছেলে। তার চাচা আতাউর রহমান (৫৭) মাছখোলা হাইস্কুলের সহকারী শিক্ষক। তারা একই বাড়িতে থাকতেন বলে সৈয়দ আলী জানান।   

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএসআই সৈয়দ আলী জানান, সকালে মাজেদ ট্রলি চালিয়ে মাছখোলা ইটভাটায় যাচ্চিলেন। ভাটার কাছাকাছি পৌঁছালে ট্রলির সিট ভেঙে তিনি নিচে পড়ে যান।

“এ সময় ট্রলিটি মাজেদকে চাপা দিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সৈয়দ আলী বলেন, খবর পেয়ে মাজেদের লাশ দেখতে হাসপাতালে যান তার চাচা আতাউর। লাশ দেখে বাড়ি ফিরে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২টার দিকে তিনি মারা যান।

দু্ইজনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসআই সৈয়দ আলী।